স্টাফ রিপোর্টার: উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সূবর্ণকুড়া নামক স্থানে মটর সাইকেল দুর্ঘটনায় রিপন মিয়া (১৯) নামের এক ব্যবসায়ী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। এসময় গুরুতর আহত মিরজু মিয়া (৩৮) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার (২৯ মার্চ) সকালে নোয়াগাঁও গ্রামের মিরজু মিয়া ও রিপন মিয়া মটরসাইকেল যোগে রানীগঞ্জ বাজারে আসার পথে সূবর্ণকুড়া নামক স্থানে মটর সাইকেল দুর্ঘটনায় কবলিত হয়। নিহত রিপন নোয়াগাঁও গ্রামের আসকর আলীর ছেলে। সে রানীগঞ্জ বাজারে কাপড়ের ব্যবসা করে আসছিল। গুরুতর আহত মিরজু মিয়া একই গ্রামের সুনু মিয়ার ছেলে। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশদল ঘটনাস্থলে পৌছে নিহত রিপনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠান।
Leave a Reply