নবীগঞ্জ সংবাদদাতা- হবিগঞ্জের নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। রবিবার রাতে ডাকাতি কাজে ব্যবহিত দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানাযায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছা মাত্রই ডাকাতরা দিক বেদিক পালিয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থল তেকে গন্ধবপুর গ্রামের মৃত রোয়াব আলীর পুত্র শাহিদ আলী ওরফে সাহেদ (২৯), মৃত মোহাম্মদ আলীর পুত্র শিপন মিয়া (৩৬), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বাগময়না গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মোঃ জিতু মিয়া (৩৯) সহ ৩ জন ডাকাত ও ডাকাতির সরঞ্জাম ২হাত লম্বা ৩টি রামদা, ২টি রডের টুকরা, হাতল সহ দেড় ফুট লম্বা ষ্টিলের ১টি চাইনিজ কুড়াল, ১৪ ইঞ্চি লম্বা তালা কাটার একটি যন্ত্র সহ তাদেরকে গ্রেফতার করে।ধ ৃত আসামীদের স্বীকারোক্তি মূলক তাদের সাথে জড়িতছিল , সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামের হাসু মিয়ার পুত্র রুস্তম আলী (৩২), নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের কামিরাই গ্রামের মোজ্জাফ্ফর আলীর পুত্র আরশ আলী ওরফে রিপন আলী (২৭), হরিদরপুর গ্রামের ফটিক মিয়ার পুত্র রুবেল মিয়া (৩১), আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের আব্দুল জলিল মিয়ার পুত্র আব্দুল হালিম (৩৬), কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাও গ্রামের আব্দুর রুপ মিয়ার পুত্র শ্যামল ওরফে শিমু (২৭), ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের রয়ফর উল্লার পুত্র দিপু মিয়া (২৯), নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর গ্রামের আব্দুল খালিক ওরপে বাগা খালিক এর পুত্র তাজুল (২৯), আনমনু গ্রামের নিজাম উদ্দিনএর পুত্র জুলহাস আহমদ (২৮)।
Leave a Reply