স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য রনধীন কান্তি দাশ রান্টুর বিরুদ্ধে ত্রান বিতরণের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরেজমিনে উপজেললার নয়া চিলাউড়া (দাস নোয়াগাঁও) গ্রামে গেলে ঐ গ্রামের আলাই মিয়া, রংমালা বিবি, সমর আলী, সোবহান মিয়া, হামিদ উল্ল্যা সহ অনেকে জানান, করোনা ভাইরাসের কারনে সরকারী বরাদ্ধ পাওয়ার জন্য যাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে তাদের কাছ থেকে ইউপি সদস্য রনধীন কান্তি দাশ রান্টুর প্রতিনিধি হিসেবে একই এলাকার আবরু মিয়ার পুত্র আজিদ মিয়ার মাধ্যমে একশত টাকা করে আদায় করেছেন। এবিষয়ে মৃত জামাল মিয়ার ছেলে ময়না মিয়া ইউপি সদস্য রনধীন কান্তি দাশ রান্টুর সাথে কথা বললে সমর আলী সহ ৫জনের টাকা ফেরত দিয়ে তাদের ত্রান চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে বলেন ইউপি সদস্য রান্টু। নয়া চিলাউড়া গ্রামের সমর আলীর ছেলে সুজন মিয়া জানান, ইউপি সদস্য কর্তৃক ত্রান বিতরণের নামে অর্থ আদায় ও অনিয়মের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রীর সাথের কথা বলেছি। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান। এ বিষয়ে ইউপি সদস্য রনধীন কান্তি দাশ রান্টু সাথে তার ব্যবহৃত মুঠোফোন ০১৭৬১—-৪১৫ নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
Leave a Reply