জগন্নাথপুর অফিস: জগন্নাথপুরে বজ্রপাতে শিপন মিয়া (৩৫) নামের এক রাখালের মৃত্যু হয়েছে। সে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন কইচাপড়ী গ্রামের মৃত তবারক উল্ল্যার ছেলে। আজ শনিবার শিপন মিয়া গরু চড়াতে স্থানীয় নলুয়ার হাওরে গেলে সকাল ১১টায় প্রচন্ড ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে হাওরে তার মৃত্যু হয়। বজ্রপাতে নিহত শিপনের মূখ ও পীঠ জ¦লছে গেছে।
Leave a Reply