সুনামগঞ্জের জগন্নাথপুরে মহামারি করোনায় গৃহবন্দী অসহায়দের পাশে দাঁড়ালো পৌর শহরের ইনাতনগর এলাকার যুবকদের নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন আদর্শ সমাজ কল্যাণ সংস্থা। বুধবার (২২ এপ্রিল) বিকেলে বাড়ি বাড়ি গিয়ে ৭০ টি অসহায় হতদরিদ্র পরিবারের কাছে খাবার সামগ্রী পৌঁছে দেন সংস্থাটির সদস্যরা। খাবার সামগ্রী বিতরণে অংশ নেন সংস্থাটির সদস্য আব্দুল হামিদ, আবুল ফজল, মল্লিক জুনেদ আহমদ, সেলিম মিয়া, হারিক মিয়া, ছাবির মিয়া, আব্দুর রকিব, জাকারিয়া আহমদ, আব্দুল মমিন নাসির, আলমগীর মিয়া, হাফিজ আনসার মিয়া, মল্লিক শামিম, আদনান আহমদ, ময়নুল ইসলাম, আবু জহর, আবিদ আলী। এছাড়াও বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংস্থাটির সদস্য মল্লিক সালেহ আহমদ, আব্দুল মুহিত, আব্দুল ওয়াহাব, খাদিমুল ইসলাম, তায়েফ আহমদ প্রমুখ। সংস্থাটির সদস্যরা বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনায় দেশে যে সংকট চলছে তাতে অসহায়ভাবে দিনযাপন করছেন দরিদ্র পরিবারের লোকজন। মানুষের সেবা করার এখনই সময়, তাই আমাদের সামর্থ অনুযায়ী মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়ার সিদ্ধান্ত হয়। তারা আরও বলেন, আমরা যা দিয়েছি তা মানুষের চাহিদার তুলনায় অপ্রতুল। এমন অবস্থায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। প্রতিটি পরিবারের জন্য খাবার সামগ্রী হিসেবে ছিল ৪ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ পিস সাবান।
Leave a Reply