সিলেট প্রতিনিধিঃ যার যার ঘরে থাকি করোনার প্রাদুর্ভাব রোধ করি’’ এ স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার ১০ টাকা কেজি দরে বিশেষ ওএমএস এর মাধ্যমে দরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যত্রম শুরু করেছে। সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডে ৪শ দরিদ্র পরিবার পেলো সরকারী ওএমএস এর কার্ড।এই কার্ডের মাধ্যমে প্রত্যেক পরিবার ১০ কেজি করে চাল ১০ টাকা কেজিতে কিনতে পারবেন। মঙ্গলবার ২৭ নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরের অফিসে ওএমএস এর কার্ড বিতরণ করা হয়। সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান নির্বাচিত কাউন্সিলর আজম খানেের ঐকান্তিক চেষ্ঠা ও কর্মতৎপরতার কারণে ৪০০ পরিবার পাবে ১০ কেজি করে চাল।এসময় উপস্থিত ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান কাউন্সিলর আজম খান, ২৭ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান, সহ -সভাপতি আব্দুল মান্নান, উপদেষ্টা সদস্য ফজলুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক মোস্তাক খান, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল হোসেন খান, সদস্য জানু সিদ্দিকী,বিনেশকর দুলু, শওকত আলী ও সচিব পিকেশ দাস। কাউন্সিলর আজম খান বলেন, পর্যায়ক্রমে আরো পরিবার বিশেষ ওএমএস এর মাধ্যমে চাল পাবেন।তিনি আরো বলেন, ৩ ফুট দুরত্ব বজায় রেখে প্রত্যেকে চাল কিনবেন। মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে এই সচেতনতা অত্যান্ত জরুরী।তিনি সবাইকে এই নিয়ম ও সামাজিক দুরত্ব মেনে চলার আহবান জানান।
Leave a Reply