স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেচী পূর্বপাড়া জামে মসজিদে সরকারি নির্দেশ মোতাবেক করোনা ভাইরাস সংক্রমনে সচেতনতামূলক প্রচার ও কার্যক্রম পরিচলনায় বাধা সৃষ্টি ও মসজিদ কমিটির লোকজনকে প্রান নাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত ৫ মে মসজিদ কমিটির পক্ষে মোতাওয়াল্লী মো: মসহুদ আহমদ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অফিসার ইনচার্জ জগন্নাথপুর থানা বরাবরে বড়ফেচী গ্রামের শফিক মিয়ার ছেলে মো: কাহের মিয়া সহ ৭জনের নাম উল্লেখ পূর্বক এ অভিযোগটি দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন আমরা মসজিদ কমিটি সহ সংশ্লিষ্টরা সরকারের বিধি নিষেধ পালন করিতে শতভাগ সচেতন। কিন্তু এলাকার কাহের মিয়া, ইন্তাজ মিয়া, শাহেন মিয়া, সুহেন মিয়া, জমির মিয়া, ছামির আলী সহ আরো ৮/১০জন লোক করোনা ভাইরাস সংক্রমনের বিষয়ে অপপ্রচারে লিপ্ত থেকে সার্কুলার প্রচারে বাধা সৃষ্টি করে ইমাম ও কমিটির সদস্যদের এবং তাদের আত্মীয় স্বজনদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রান নাশের হুমকি দিয়ে আসছে। অভিযোগকারী মসজিদের মোতাওয়াল্লী মো: মসহুদ আহমদ অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সৃ-দৃষ্টি কামনা করছেন।
Leave a Reply