দক্ষিণ সুরমা ( সিলেট ) প্রতিনিধি: যার যার ঘরে থাকি করোনার প্রাদুর্ভাব রোধ করি, এ স্লোগানকে সামনে রেখে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ও সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরী ২৭ নং ওয়ার্ডের দক্ষিণ কুশিঘাট আবাসিক এলাকায় করোনা ভাইরাস উপলক্ষে কর্মহীন ১৪০ জন পরিবারের মধ্যে ত্রান বিতরণ করেন সিসিকের ২৭ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর মোহাম্মদ আজম খান। বুধবার (১৩ মে) বেলা ১২ টার দিকে দক্ষিণ কুশিঘাটের প্রবীণ মুরব্বি জসির মিয়া উরুফে বুলু মিয়ার বাড়ির সামনের খালি জায়গায় দুরত্ব বজায় রেখে এই ত্রান বিতরণ করা হয়। সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান নির্বাচিত কাউন্সিলর আজম খানেের ঐকান্তিক চেষ্ঠা ও কর্মতৎপরতায় কর্মহীন ১৪০ জনের হাতে ১০ (দশ) কেজি করে চাউল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আজম খান, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, কুশিঘাট এলাকার মুরব্বি আঃছাত্তার, মোঃ শাহ আলম, মানিক মিয়া, ফজলুর রহমান আরিজ, মোক্তাদির আলী, ফজলুল হক ফজলু, নজরুল ইসলাম আফাজ, রাসেল আহমদ, মইনুল ইসলাম, দেলোয়ার হোসেন ও সায়মন আহমদ প্রমুখ।
Leave a Reply