ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামরাখাই গ্রামের রমজান আলীর ছেলে গ্রীস প্রবাসী যুবক আবুল হাসান শিপন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা চিঠি লিখেছেন। তার খোলা চিঠিটি হুব হুব তুলে ধরা হলো-
গ্রীস থেকে বলছি,
—————————
মাননীয়,
প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণ করছি।
————————–
আসসালামু আলাইকুম,
মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যারা গ্রীস সহ ইউরোপের বিভিন্ন দেশে নতুন প্রবেশ করেছি, আমরাও রেমিট্যান্স যোদ্ধা। আমরাও একদিন সফল রেমিট্যান্স যোদ্ধা হওয়ার আশা রাখি। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান মহামারী করোনা ভাইরাস এর কারণে বিশ্বের প্রতিটা দেশেই লক ডাউন ঘোষণা করা হয়েছে। একদিকে আমাদের বৈধ কাগজপত্র নাই অন্যদিকে লক ডাউনের কারনে আমারা যারা নতুন, প্রায় দুই মাস যাবৎ গৃহবন্দী হয়ে কর্মহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অন্ততপক্ষে আমরা যাহাতে কর্ম করে জীবনটা চালিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে প্রত্যেক দেশের রাষ্ট্র প্রধানদের সাথে যোগাযোগ করে আপনার জনগণের ভাগ্য পরিবর্তনের বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি করছি।
মাননীয় প্রধানমন্ত্রী, যে বঙ্গবন্ধু মানুষের কল্যাণে জীবন বিসর্জন দিয়ে গেছেন, আপনি সেই বঙ্গ কন্যা এবং সফল রাষ্ট্রনায়ক, আপনার চেষ্টায় সবকিছুই সম্ভব।
অতএব, আমরা প্রবাসীদের দাবি বাস্তবায়নের আসা রেখে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সমাপ্তি করছি।
বিনীতঃ-
মোঃ আবুল হাসান শিপন
ওমনিয়া, কেরামিকোস,
এথেন্স, গ্রীস।
+৩০৬৯৪৯০৮৪৪৪৬
Leave a Reply