সিলেট প্রতিনিধি –সিলেটে পালিত হলো বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ১৭ তম প্রতিষ্টা বার্ষিকী শুক্রবার (২২ মে) সিলেটে জেলা ও মহানগরের বিভিন্ন কর্মসূচি পালিত সহ গরিবদের মধ্যে খাদ্য বিতরণ ও মসজিদ-মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজন করা হয়। উক্ত প্রতিষ্টা বার্ষিকী অনুষ্টানে উপস্থিত ছিলেন,জেলা শাখা আহবায়ক সুরেন্দ্র চন্দ্র নম খোকন,ইসলাম উদ্দিন,আব্দুল আহাদ, নুরুল ইসলাম,সেলিম আহমদ,মঈন উদ্দিন আহমদ ও শাহিন আহমদ প্রমুখ।এসময় নেতৃবৃন্দরা বলেন,আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মৎস্যজীবী লীগের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। সারাদেশের মঙ্গল কামনা ও করোনা ভাইরাস থেকে মহান আল্লাহ তায়ালা যেন মানব জাতিকে মুক্তি দান করেন আমীন।
Leave a Reply