মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতা- হবিগঞ্জের মাধবপুরে একটি পেঁপে বিক্রি হয়েছে এক লক্ষ ৬৯ হাজার টাকায়। বৃহস্পতিবার রাতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও জামে মসজিদের গাছের পেঁপেটি মুসল্লিদের উপস্থিতিতে নিলাম হয়। নিলামে অংশ নিয়ে বনগাঁও গ্রামের আব্দুস সাত্তার তিন হাজার টাকায় পেঁপেটি ক্রয় করে পেঁপেটি মসজিদে দান করেন। পরে আশরাফ মিয়া ১০ হাজার টাকায় পেঁপেটি কিনে আবারো মসজিদে দান করেন। এরপর ইউপি সদস্য আমির আট হাজার টাকায়, শহীদ মিয়া ৭০ হাজার টাকায় পেঁপেটি কিনে আবারো মসজিদে দান করেন। পর্যায়ক্রমে সবাই পেঁপেটি নিলামে কিনে আবারো মসজিদে দান করতে থাকেন। এক পর্যায়ে পেঁপেটির মূল্য এক লাখ ৬২ হাজার টাকা দাঁড়ায়।পরদিন ইফতারের সময় আবারো সাত হাজার টাকায় পেঁপেটি বিক্রি হয়। শেষ পর্যন্ত পেঁপেটির বিক্রয় মূল্য এক লাখ ৬৯ হাজার টাকায় দাঁড়ায়।বনগাঁও মসজিদ কমিটি সূত্রে জানাযায়, পেঁপে বিক্রির পুরো টাকাই বনগাঁও জামে মসজিদের উন্নয়নের কাজে ব্যবহৃত হবে।
Leave a Reply