স্টাফ রিপোর্টার: জগন্নাথপুরে যুবতীকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে দেয়াকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে মহিলা সহ ৮জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, সাচায়ানী গ্রামের আব্দুল আলীর মেয়ের সাথে একই গ্রামের ওয়াকিব আলীর ছেলে সুজন মিয়ার সাথে প্রেমের সম্পর্ক রয়েছে। শুক্রবার (২৯ মে) রাতে সুজন মিয়ার আত্মীয় স্বজনের সহযোগিতায় স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয়। এরই জের ধরে আজ শনিবার দুপুরে দু-পক্ষের লোকজনদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জামাল মিয়া (৪৫), কামাল মিয়া (৩৫), আব্দুল আলী (৪০), আশরাফুল মিয়া ( ১০), মাহমদ মিয়া (৩৫ )পারভীন বেগম (৩০), মালা বিবি (৬০) আহত হন। আহতদের মধ্যে জামাল মিয়া ও কামাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মুহিতুর রহমান (৩৫) ও ওয়াকিব আলী (৬০) কে আটক করেছে।
আব্দুল আলী জানান, সুজন মিয়া ও তার লোকজন আমার মেয়েকে জোর পূর্বক তুলে নিয়ে ভয়ভীতির মাধ্যমে স্থানীয় এক ইমামের মাধ্যমে বিবাহ পড়ানো হয়। মেয়ের বাবা সুজনের পরিবারকে কাবিন রেজিস্ট্রি ছাড়া বিবাহ সম্পন্ন করার বিষয়টি জিজ্ঞাস করলে তারা ক্ষিপ্ত আজ শনিবার দুপুরে হঠাৎ করে দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। হামলায় আমি সহ আমার পরিবারের লোকজন আহত হন।
Leave a Reply