দেশবাংলা ডেস্ক- দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৭০৯ জন। একই সময়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন করে আরো একজনসহ ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৯১১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২ হাজার ৪৪৫।আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। জগন্নাথপুর পৌর সভার হবিবপুর আজ মঙ্গলবার ( ২ জুন) উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম প্রাথমিক পরীক্ষা শেষে করোনা আক্রান্ত রোগীকে হোম আইসোলেশন করে রাখেন। এবং পরিবারের সবাইকে শতভাগ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনার পাশপাশি আশেপাশের তিনটি বাড়িকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন, স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক বীরেন্দ্র কুমার দেব, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রুমী রায় ,স্বাস্থ্য সহকারী সুমন্ত দেবনাথ ।
Leave a Reply