জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্যান্সার রোগীদের মধ্যে জগন্নাথপুর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম চেক বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সমাজ সেবা অফিসার বিল্লাল হোসেন, ইউনিয়ন সমাজ কর্মী সুব্রত তালুকদার, মাঠ কর্মী আনোয়ার হোসেন প্রমুখ। জগন্নাথপুরের বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্রের মধ্যে ৯ জন ক্যান্সার রোগীদেরকে জন প্রতি ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
সমাজ সেবা অফিসার বিল্লাল হোসেন বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্যান্সার রোগীরা আবেদন করেছিলেন। আবেদনের প্রেক্ষিতে ৯ জনকে ৫০ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।
Leave a Reply