জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় ৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪৪৮টি টার্কি মোরগের বাচ্চা বিতরণের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮জুন) দুপুরে পৌর সদরের পৌরসভার ২৮ জন ভিক্ষুকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে টার্কি মোরগের বাচ্চা বিতরণ করা হয়েছে।
বিতরণ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফারজানা আক্তার, উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. খালেদ সাইফুল্লাহ, সমাজ সেবক রায়হান তালুকদার সহ আর অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন, মিরপুর ইউনিয়ন, আশারকান্দি ইউনিয়ন ও পাটলি ইউনিয়নে টার্কি মোরগের বাচ্চা বিতরণ করা হয়েছে। আগামী কাল শুক্রবার পাইলগাঁও ইউনিয়নের ভিক্ষুকদের মধ্যে টার্কি মোরগে বাচ্চা বিতরণ করা হবে।
Leave a Reply