সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চুনখলা হাওরে নৌকা ডুবিতে একজন নিখোঁজ রয়েছেন। তার নাম মোঃ স্বপন মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় এ র্দূঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় তিনি ছোট নৌকাযুগে সীমান্ত এলাকার গ্রামগুলোতে সয়াবিন ও সরিষার তৈল বিক্রি করে নিজ বাড়িতে ফেরার পথে চুনকলা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে গিয়ে তিনি নিখোঁজ হন। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কাজলা গ্রামের মোঃ কেরামত আলীর ছেলে । নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য স্থানীয় ডুবুরিরা হাওরে নেমেছেন। তিনি দীর্ঘদিন ধরে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধেরআউট গ্রাামে ব্যবসার প্রয়োজনে বসবাস করে আসছিলেন। এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান জানান-নৌকায় শুধু স্বপন নামে এক ব্যক্তিই ছিলেন। এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
Leave a Reply