বিশেষ প্রতিনিধি::
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিপর্যয়ের মধ্যে সুনামগঞ্জের ভাড়াটিয়াদের জন্য এগিয়ে এসেছেন এক বাড়িন মালিক। সবকিছু স্থগিত হওয়ার কথা বিবেচনা করে তিনি ভাড়াটিয়াদের দু মাসের ভাড়া মওকুফ সহ ত্রান দিয়ে সহায়তা করলেন সুনামগঞ্জ জেলার ছাত্রলীগ নেতা জুনীগাঁওের তৌফিক ইসলাম।
তৌফিক ইসলাম বলেন করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে দেশের সবার আয় রোজগার কমে গেছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছে না। তাই আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার বাসার সব ভাড়াটিয়ার দু মাসের ভাড়া মওকুফ করে দিলাম এবং ভাড়াটিয়াদের ত্রান দিয়ে সহায়তা করলাম।
আমি বলব, বাংলাদেশের সব বাড়িওয়ালার এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো উচিত। বাংলাদেশের সব নাগরিককে ঘরে বসে থেকে কোরানা মোকাবিলায় সহযোগিতা করুন এবং স্বাস্থবিধি মেনে চলার কথা তিনি বলেন । আল্লাহ এই দুর্যোগ থেকে আমাদের রক্ষা করুন। আমিন।
Leave a Reply