ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজেম্ম হোসেন রতনের ঐচ্ছিক তহবিল থেকে দুই লাখ ৫৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মর্কতার কার্যালয়ে ৪৭জন অসহায় ও দুস্থ মাঝে চেক বিতরণ করা হয়। চেক বিতরণ করেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাকদ শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা থানার ওসি মো. দেলুয়ার হোসেন, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ।
Leave a Reply