বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরের করোনার ছোবল থামছে না। আক্রান্তের তালিকা দীর্ঘ হচ্ছে। নতুন করে পৌরশহরের ১জন সহ রানীগঞ্জ ইউনিয়নের ১জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় ৮২ জন করোনায় আক্রান্ত হলেন। তার মধ্যে ৪৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) রাতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে উপজেলায় আরও ২ জন ব্যাক্তি পজেটিভ সনাক্ত হয়েছেন। ১জন পৌরসভার এবং অন্যজন রানীগঞ্জ ইউনিয়নের। রবিবার (২৮জুন) স্বাস্থ্য কমপ্লেক্সেও এর একটি মেডিকেল টীম রানীগঞ্জ ইউনিয়নের গিয়ে প্রাথমিক পরীক্ষা শেষে আক্রান্ত ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখেন এবং চিকিৎসা সহ পরবর্তী স্বাস্থ্যবার্তা প্রদান করেন।
এছাড়াও পৌরসভার আক্রান্ত ব্যক্তিকে জগন্নাথপুর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আনা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের আশে পাশের বাড়িগুলোকে লকডাউন করা হয়েছে। এ সময় রানীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়াডে এর মেম্বার মো. ইছরাক আলী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল জলিল আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, উপজেলায় এখন পর্যন্ত ৮২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন ঘোষিত ৪ জন সহ মোট ৪৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন, ১জন সুনামগঞ্জ পুলিশ হাসপাতালে, সিলেটে পজেটিভ হওয়া একজন সহ মোট ৪ জন জগন্নাথপুর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ৩৫ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।
Leave a Reply