হেলাল আহমদ, ছাতক: ছাতকে নতুনভাবে আরও ৯জন করোনা আক্রান্ত হয়েছেন। শাবিপ্রবির পিসিআর ল্যাব থেকে শনিবার রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৯জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা হাসপাতালের ১জন, পল্লী সঞ্চয়ক ব্যাংকের ১জন, লেবারপাড়া এলাকার ১জন ও মন্ডলীভোগ এলাকার ৬জন রয়েছেন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৫৫জন। গত ২৪ঘন্টায় ১৪জনসহ মোট সুস্থ হয়েছেন ৯২জন এবং মারা গেছেন ৩জন। এছাড়া সর্বশেষ গত ২৬জুন উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের ইমদাদুল ইসলাম নামের অপর আরেক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply