জগন্নাথপুর প্রতিনিধি- জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভূরাখালী গ্রামের তরুনদের উদ্যোগে গঠিত “বন্ধু সমাজসেবা” সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতার লক্ষে সংগঠনের সদস্যদের স্বেচ্ছায় শ্রমে ভূরাখালী জামে মসজিদ,কমিউনিট ক্লিনিক ওএলাকার কবরস্থানসহ আশেপাশে পরিস্কার পরিচ্ছন্নতা করেন। এবং সংগঠনের অর্থায়নে এলাকায় সাবান, জীবাণুনাশক ঔষধ বিতরণ করা হয়। এই সব কর্মকান্ডে অংশগ্রহন করেন সংগঠনের মশিউর রাহমান (শাওন),গোলাম মোস্তফা(রুমেন) আশিকুর রাহমান (তামিম),রায়হানুল হক,ফয়জুর রহমান,মাহফুজুর রাহমান,ইমন মিয়া, নাজমুল ইসলাম,সালমান মিয়া,সজিব মিয়া,মকদ্দুস আলী,নেছার মিয়া,শাকির আলম,শিপু মিয়া,ইব্রাহিম মিয়া,নূরউদ্দিন,নূরুজ্জামান,রেজওয়ান হুসাইন,আবু বককর মিয়া,সাইফুল ইসলাম,মারুফ মিয়া,মতিউর রাহমান ,তাহমিদ রহমান,আলী আকবর,নাঈম রহমান প্রমূখ।সংগঠনের পক্ষ থেকে এই প্রতিনিধিকে জানান, মানুষকে সচেতন করাই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য, সমাজের প্রতিটি মানুষ তার নিজ অবস্থান থেকে সচেতনামূলক ও সামাজিক কর্মকান্ডেএগিয়ে আসবে আমাদের সংগঠনের পক্ষ থেকে এমনটা আশা করি।
Leave a Reply