নিজস্ব প্রতিবেদক : সিলেট দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী শিববাড়ির হক বস্ত্রালয়ের দ্বিতীয় শাখার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই বাদ জুহর শিববাড়িতে হক বস্ত্রালয়ের দ্বিতীয় শাখায় এর উদ্বোধন হয়। এসময় পাঠান পাড়ার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাহমুদ হাসান দোয়া পরিচালনা করেন।উক্ত উদ্বোধন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান সিসিকের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান। এ সময় আরো উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, হক বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো: মুজিবুল হক (মুকুল), পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মুতোয়াল্লী মুজ্জাব্বর খান। পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ক্যাশিয়ার মাহমুদুল হক মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা গুলজার খান, মুহিবুর রহমান (শাহজাহান), আব্দুল আহাদ, বিলাল আহমদ, হাজী হামদু মিয়া, মাহমুল হক, মাশুক মিয়া, মুমিনুল হক বকুল, সাংবাদিক আফরোজ খান, সাংবাদিক মোঃ সবুজ মিয়া, শামীম খান, মখলিছুর রহমান নিতন, মাহমুদুল হক, ইকতার খান, আজিজুর রহমান, ওয়ালিদুল হক, আব্দুল মঈন খান, আক্তার মিয়া, নাদিয়া হক, তাহমিদুল হক, মো: আলাউদ্দিন, মিলাদ, যুক্তরাজ্য প্রবাসি, মাহবুবুল হক মিঠু, মাজেদুল হক টিঠু, মুরাদ আলম, তায়িব্যা হক নাজিয়া প্রমূখ। হক বস্ত্রালয়ের প্রথম শাখার ঠিকানা হলো- ৯নং হাসান মার্কেট, (বাহিল লাইন) বন্দর বাজার, সিলেটে।
Leave a Reply