রাহাদ হাসান মুন্না,তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে খেলতে গিয়ে হাওরের পানিতে ডুবে সালমান হোসেন (৩) বছরের শিশুর অকাল মৃত্যু ঘটেছে।নিহত সালমান হোসেন ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের কাউকান্দি গ্রামের হত দরিদ্র শ্রমিক হেলাল মিয়ার ছেলে।
পারিবারিক সুত্রে জানাগেছে,নিহত সালমান হোসেন শুক্রবার সকালে নিজ ঘর থেকে খেলার উদ্যেশ্যে বের হয়ে যায়।পরে তার বাবা-মা ও পরিবারের লোকজন তাকে না পেয়ে বাড়ির চারপাশে খুঁজতে থাকেন।একপর্যায়ে বাড়ির পশ্চিমে হাওরে বাসমান অসস্থায় কিছু একটা বেসে উঠেছে আশেপাশে লোকজনের মুখে শুনে । কাছে গিয়ে দেখাযায় সালমান হোসেনের লাশ ।সেখান থেকে তাকে বাড়ির আনা হয়। পরে এলাকার মোরুব্বি ও প্রশাসনের অনুমতি নিয়ে থাকে দাফন করা হয়। অবুঝ শিশু সালমান হোসেনের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছ।
Leave a Reply