স্টাফ রিপোর্টার:
টানা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। মইয়ার হাওরের পানির প্রচন্ড ঢেউয়ের আঘাতে বিলীন হতে চলছে এলজিইডির জগন্নাথপুর কতৃক নির্মিত জগন্নাথপুর-চিলাউড়া সড়কের প্রায় ১ কিলোমিটার সড়ক পথ। ঢেউয়ের কবল থেকে সড়কটি রক্ষায় বৃহস্পতিবার থেকে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন। এ সড়ক দিয়ে চলাচলকারী লোকজন জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জগন্নাথপুর উপজেলার সব কয়টি হাওরের পানি বৃদ্ধি পায়। মইয়ার হাওরের পানির প্রচন্ড ঢেউয়ের আঘাতে এলজিইডির জগন্নাথপুর-চিলাউড়া সড়কের পৌর এলাকার বৈঠাখালী সেতুর পশ্চিম পাশ থেকে যাত্রাপাশা এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক ঢেউয়ের আঘাতে বিলীন হতে চলছে। ফলে জগন্নাথপুর উপজেলা সদরের সাথে ভাটির জনপদ চিলাউড়া হলদিপুর ইউনিয়নের একমাত্র সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা দেখা দিয়েছে। চিলাউড়া হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া জানান, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের লোকজনদের চলাচলের একমাত্র সড়কটি হাওরের পানির প্রচন্ড ঢেউয়ের আঘাতে বিলীন হতে চলেছে। তিনি দ্রæত এ সড়কটি মেরামত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন। এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, ক্ষতিগ্রস্থ সড়কটি ঢেউয়ে কবল থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply