নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার কুশিঘাটের লালবাজার আইস ফ্যাক্টরি পরিদর্শনে সিলেট সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর হাজী সিকন্দর আলী ।মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টায় সিলেটের দক্ষিণ সুরমার কুশিঘাট এলাকার লাল বাজার আইস ফ্যাক্টরি পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন , স্থানীয় বিশিষ্ট মুরুব্বি সিরাজুল ইসলাম,আরো উপস্তিত ছিলেন, আব্দুস সাত্তার, বদরুল ইসলাম আলাই, শাহ আলম, আব্দুল মুক্তাদির, , নজরুল ইসলাম আফাজ, গুলজার আহমদ জগলু ও মামুনুর রশিদ প্রমূখ।পরিদর্শন শেষে হাজী সিকন্দর আলী লালবাজার আইস ফ্যাক্টরির প্রশংসা ব্যক্ত করেন।পরিচালকদের প্রতি বলেন, “সৎ, নিষ্টা ও সাহসের সাথে ব্যাবসা পরিচালনা করতে হবে”। “এভাবে করতে থাকলে আল্লাহর রহমতে একদিন সফলতা আসবে”।
Leave a Reply