সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ডোবায় কাপড় ধোয়া নিয়ে প্রতিপক্ষের বৈঠার আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ রিয়াজ উদ্দিন(৪০)। তিনি উপজেলার ভীমখালী ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত চানঁফর আলীর ছেলে।
আজ শনিবার বিকেল সাগে ৫টায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গজারিয়া গ্রামের নিহত রিয়াজ উদ্দিনের বাড়ির লোকজন গ্রামের রাস্তার পাশে ডোবাতে কাপড় ধুইতে(পরিস্কার) করতে গেলে একই গ্রামের মৃত কটু মিয়ার ছেলে মোঃ সিদ্দিক মিয়া বাধা প্রদান করেন। খবর পেয়ে রিয়াজ উদ্দিন ঘটনাস্থলে কাপড় ধুইতে বাধা দেয়ার কারন জানতে চাইলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সিদ্দিক মিয়া তার হাতে থাকা বৈঠা দিয়ে রিয়াজ মিয়ার মাথায় আঘাত করলে তিনি অধিক রক্ত খননের পর সঞ্জাহীন হয়ে মাঠিতে লুঠিয়ে পড়ে যান। পরে তার স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে দ্রুত স্থানীয় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে যাওয়ার পথে রাস্তায় একরামপুর পাড়ায় আসামাত্র তিনি মারা যান।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। #
Leave a Reply