চাঁদপুর প্রতিনিধি:: নৌ দুর্ঘটনা এড়াতে চাঁদপুরের ডুবন্ত সেই বিদ্যালয় ভবন চিহ্নিত করতে বসানো হয়েছে লাল নিশানা ও বয়া।
রোববার দুপুরে সদর উপজেলার রাজরাজেশ্বর চরে নদীগর্ভে বিলীন হওয়া বিদ্যালয় ভবনের পাশেই লাল নিশানা ও বয়া বসিয়েছে চাঁদপুর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হজরত আলী ব্যাপারী বলেন, রাজরাজেস্বরের এই পদ্মার পাড় ঘেঁষে প্রতিদিন মালবাহী কার্গো জাহাজসহ বিভিন্ন নৌ-যান যাতায়াত করে। ভাঙনের কারণে ডুবে থাকা বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারটি নৌ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এখানে লাল নিশানা লাগানো হয়েছে।
দুই কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় তিনতলা ওমর আলী উচ্চ বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারটি। ২৩ জুলাই পদ্মায় বিলীন হয়ে যায় বিদ্যালয়টি।
Leave a Reply