দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। তার নাম মো. আসিক মিয়া (১৭)। বুধবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।নিহত যুবক উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। এলাকাবাসীর সুত্র জানা যায়, আসিক মিয়া রাত সাড়ে ৮টার দিকে ইঁদুরের বিষপান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে কলাউড়া নামক স্থানে তার মৃত্যু হয়। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
দোয়ারাবাজার থানার ওসি মোঃআবুল হাশেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply