জগন্নাথপুর অফিস : যুক্তরাজ্য বসবাসরত শিল্পী, গীতিকবি ও সঙ্গীতানুরাগীদের নিয়ে নব-গঠিত জগন্নাথপুর উপজেলা কালচারাল ফোরাম এর কমিটিকে অভিনন্দন জানিয়ে এবং গীতিকবিদের মধ্যে নগদ অর্থ সহায়তা উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা-২টায় পৌর পয়েন্টের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক। আলহাজ্ব শাহ আব্দুল আব্দুল আজিজ কিন্ডার গার্টেন স্কুল ও বাউল শিল্পী আব্দুস সালাম নূরীর যৌথ আয়োজনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শাহ আব্দুল আব্দুল আজিজ কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্টাতা বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব শাহ নুরুল করিম। আলহাজ্ব শাহ আব্দুল আব্দুল আজিজ কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক জাকারিয়া আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ. স. ম আবু তাহিদ। এসময় জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, কন্ঠশিল্পী গীতিকবি সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কালচারাল ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাউল আব্দুস সালাম নূরী, বাউল ফিরোজ মিয়া চৌধুরী, বাউল শিল্পী বাবুল শাহ, গীতিকার লিতু খান, সঙ্গীতানুরাগী এম এম সুলতান প্রমূখ। পরে উপজেলার ১৫জন বাউল শিল্পীদের মাঝে জনপ্রতি ২হাজার টাকা নগদ বিতরন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। অনুষ্টান শেষে সংগীত পরিবেশন করেন উপস্থিত শিল্পীবৃন্দ।
Leave a Reply