ছাতক প্রতিনিধি :: সুনামঞ্জের ছাতকে রেলওয়ে গোডাউনে খুন সহ ডাকতি মামলার আরেক আসামী মমিন মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। সে মুক্তিরগাঁও গ্রামের তরমুজ আলী , ছেলে সূত্র জানায় ৩/৮/২০ সন্ধা ৭ টার দিকে সুনামগঞ্জ ছাতক কোর্ট রাস্তার মাথা থেকে গোপন সংবাদের বিত্তিতে ০৩/০৮/২০ইং সন্ধা টার সময় ছাতক থানার এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে থাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় মোট ০৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তম্মধ্যে ০৪ জন আসামী বিজ্ঞ আদালতে কাঃবিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
উক্ত আসামীর নামে একাধিক চুরি ,ছিনতাই , ডাকতি মামলা আছে, তাছাড়া একটি ছিনতাই মামলায় তিন বছর সাজা ভোগ করিয়াছেন।
উল্লেখ্য যে গত ২৯/০৬/২০ ই তারিখ দিবাগত রাত্র অনুমান ০২,০০ টার সময় উক্ত আসামী সহ একদল ডাকাত ছাতক রেলওয়ের গোডাউনের গেইটের তালা ভেঙ্গে ভীতরে প্রবেশ করিয়া রেলওয়ের নিরাপত্তা প্রহরী ফখরুল আলমকে হত্যা করে ১৫,০০,০০০/- টাকার রেলওয়ের বিভিন্ন লৌহ জাতীয় মালামাল ডাকাতি করিয়া নিয়ে যায়।
Leave a Reply