জগন্নাথপুর অফিস :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব রহমানসহ ৩ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় এই তিনজন করোনাক্রান্ত হয়েছেন বলে জানান জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর।
করুনায় আক্রান্ত অন্য দু‘জন জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা।
তিনি জানান, এ নিয়ে জগন্নাথপুর উপজেলায় মোট ১১৯ জন কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছিল। এদের মধ্যে ১১০ জন সুস্থ হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসা প্রদান করে হোম কোয়ান্টাইনে থাকার নির্দেশন দেয়া হয়।
করোনাক্রান্ত এসআই রাজীব দেশ বিদেশের সকলের কাছে দোয়া চেয়েছেন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
ডা. মধু জানান নমুনা সংগ্রহের পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে সোমবার রাতে আক্রান্তদের রিপোর্ট পজিটিভ আসলে তাদেরকে হোম আইসোলেশনে থাকতে নির্দেশ দেয়া হয়।
Leave a Reply