জগন্নাথপুর অফিস-
জগন্নাথপুরে অবাদে চলছে অদক্ষ চালক দিয়ে অনুমোদন হীন ট্রলি। স্থানীয় লোকজন বার বার কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও এসব অনুমোদনহীন ট্রলির বিরুদ্ধে নেয়া হচ্ছেনা কোন ব্যবস্থা। আজ মঙ্গলবার বিকেল ৪টায় জগন্নাথপুর বাজারের পাঠাগার মসজিদ মার্কেটে অবস্থিত গুডলাক নামের ব্যবসা প্রতিষ্টানে একটি ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে ঢুকে পড়ে। এসময় গুডলাক কাপড়ের দোকানের সিপন মিয়া, পান দোকানী সাইদুল ইসলাম ও ট্রলি চালক রিপন মিয়া আহত হয়। এতে গুডলাক ব্যবসা প্রতিষ্টানের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে।
আর/ তালুকদার
Leave a Reply