বিশেষ প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শেখ সালেহ আহমদ ছোট মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সৈয়দপুর আগুনকোনা গ্রামের মৃত সৈয়দ লিয়াকত আলীর ছেলে মৌলানা সৈয়দ ফয়জুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের মৃত শেখ আছাব আলীর ছেলে শেখ সালেহ আহমদ ছোট মিয়াকে প্রধান আসামী করে ৩৪জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন। এ মামলার প্রেক্ষিতে শেখ ছালেহ আহমদ ছোট মিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শেখ সালেহ আহমদ ছোট মিয়া গ্রেফতারে এলাকায় স্বস্থি ফিরে এসেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। গ্রেফতারকৃত শেখ সালেহ আহমদ ছোট মিয়াকে ঐ দিন সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গ্রেফতারকৃত আসামী শেখ সালেহ আহমদ ছোট একজন নারী লোভী। সে বহু বিবাহ করিয়াছে। আমার ছেলে সৈয়দ সাইদুল হককে ও পরিবারের লোকজনদের খুন করার হুমকি দিলে আমার ছেলে সৈয়দ সাইদুল হক ছোট মিয়া সহ তাদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় চলতি বছরের ৫ ফেব্রæয়ারী একটি জিডি এন্ট্রি করেন। জিডি নং ২২৫। পরে আসামী দ্বারা শান্তি ভঙ্গের আশংকা দেখা দিলে সৈয়দ সাইদুল হক নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত জগন্নাথপুর জোন, সুনামগঞ্জে ১০৭ ধারায় মামলা দায়ের করেন। ঘটনার দিন ও সময়ে আমার ছেলে সাইদুল হক বাজারে সওদা করার উদ্দেশ্যে বাড়ি হইতে বাহির হইয়া বাজারে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছা মাত্র সমূহ বিবাদীগণ হাতে কাটা বন্দুক, বন্দুক, পাইপগান ইত্যাদি আগ্রেয়াস্ত্র এবং রামদা, দা, লোহার রড ইত্যাদি প্রান নাশক অস্ত্রদি নিয়া বে-আইনী জনতায় মিলিত হইয়া অপহরণ ও প্রানে মারার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলে সৈয়দ সাইদুল হককে গতিরোধ করে। শেখ সালেহ আহমদ ছোট মিয়ার হুকুমে তার লোকজন আমার ছেলে সাইদুল হককে ধরিয়া টানিয়া নেয়ার চেষ্টা করে। এসময় তার পকেটে থাকা নগদ ১০হাজার টাকা চিনিয়ে নিয়ে যায়। স্বাক্ষী ও উপস্থিত লোকজনের বাধার কারনে অপহরণ করিতে ব্যার্থ হইয়া আসামী শেখ সালেহ আহমদ ছোট মিয়া তাহার হাতে থাকা কাটা বন্দুক দিয়া আমার ছেলেকে প্রানে হত্যার উদ্দেশ্যে পর পর ৫/৬টি গুলি করে এলাকায় ত্রাসের সৃষ্টি করে।
প্রসঙ্গত: সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল হাসানের সাথে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শেখ সালেহ আহমদ ছোট মিয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এর জের ধরে রবিবার দু-পক্ষের মধ্যে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
Leave a Reply