ধর্মপাশা প্রতিনিধ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর থানা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে ৬টায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে
দলীয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কালোব্যাজ ধারণ করে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১৫ আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শনিবার সকালে থানা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে কাঙালি ভোজের আয়োজন করা হয়।
র্যালীতে অংশগ্রহন করেন মধ্যনগর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর বিজয় তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনামুল হক এনাম,যুব ও ক্রীড়া সম্পাদক রিপন সরকার ও মধ্যনগর থানা ছাত্রলীগের আহবায়ক ওয়াসিফ ইরতীজা আলভীসহ দলীয় নেতৃবৃন্দ
Leave a Reply