মিঠু মিয়া সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের ধর্মপাশাউপজেলায় পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় ১৭জন নারী শ্রমিকেদের প্রত্যেককেই ৯০ টাকা করে হাজার করে চেক প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলায় হল রুমে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় উপজেলায় দুইটি সড়কের রক্ষণাবেক্ষণে জন্য নারী শ্রমিকদের ৪০ % সঞ্চয়ী চেক তুলে দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মো. মুনতাসির হাসান, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস , ধর্মপাশা থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান ও উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমূখ।
Leave a Reply