তাওহিদুল হক জগন্নাথপুর থেকে::সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ষাড় মালিকদের মিলন মেলা অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকালে পৌর শহরের হাসপাতাল পয়েন্টস্থ আলী কমিউনিটি সেন্টারে উপজেলার ষাড় মালিকদের মিলন মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। শাহার পাড়া এলাকার বাসিন্ধা ষাড় মালিক আলফু চৌধুরীর সভাপতিত্বে ও ষাড় মালিক তরুন সমাজ সেবক হবিবপুর এলাকার বাসিন্ধা সেলিম আহম্মদ ও ষাড় মালিক সুহেল আহম্মদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা নূরুল ইসলাম,কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, কাউন্সিলর দেলোয়ার হোসাইন,ষাড় মালিক সাবেক মেম্বার মানিক মিয়া, সাবেক মেম্বার ফারুক মিয়া, আলীম উদ্দিন, আবু মিয়া, কালন মিয়া, রুনু মিয়া প্রমূখ। আলোচনা সভায় ষাড় মালিক আকিক মিয়া, আছু মিয়া, কমল মিয়া,নূর ইসলাম, বেলাল মিয়া, নজির মিয়া, লন্ডন প্রবাসী আরজ আলী, মল্লিক এমরান, তাজিবুর রহমান,নানু মিয়া, সুলতান কামালী, গোলাব মিয়া, নাহিদ মিয়া, মিজানুর রহমান, তাজুল জিম্মাদার, শিফু মিয়া, বাবুল মিয়া,ইমজান আলী, রিপন মিয়া, মিলন মিয়া,ছামির আলী, জহুর উদ্দিন, ছানু মিয়া, জোবায়ের, ফয়সল, করিম মিয়া, নাঈম মিয়া, মোতছিরসহ ষাড় মালিকগন উপস্থিত ছিলেন। উল্লেখ জগন্নাথপুর উপজেলার ষাড় মালিকগন দীর্ঘ দিন যাবত তিন কমিটিতে বিভক্ত ছিল। আজ ষাড় মালিক সেলিম আহম্মদের আহবানে উপজেলার সকল ষাড় মালিকদের মিলন মেলায় বিগত দিনের তিনটি কমিঠি ভেঙ্গে সর্বস্মতিক্রমে জগন্নাথপুর উপজেলা ষাড় মালিক কমিঠি গঠনের লক্ষে ৫ সস্যদের আহবায়ক কমিঠি গঠন করা হয়। আহবায়ক কমিঠির সদস্যরা হলেন ষাড় মালিক আলফু চৌধুরী, নূরুল ইসলাম,সেলিম আহম্মদ, মানিক মিয়া ও আকিক মিয়া ।
Leave a Reply