ছাতক প্রতিনিধি:: সুনামঞ্জ জেলার ছাতক থানায় মাদক , ইভটিজিং সহ চুরি ডাকাতি রোধে এবং করোনা ভাইরাস প্রতিরোধে ছাতক পৌরসভার বিট অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম ছাতক পৌরসভার ১নং ওয়ার্ডের ফকিরটিলা এলাকায় বিট পুলিশিং কার্যক্রম উঠান বৈঠক করেন। উক্ত উঠান বৈঠকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে বলেন কেহ মাদক ব্যবসায়ীদের স্থান ছাতকে হবে না । মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হইবে । বিট অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম উঠান বৈঠকে উপস্থিত সকলের মাঝে মাক্স বিতরন করেন।উক্ত উঠান বৈঠকে ছাতক পৌরসভার প্যানেল মেয়র-2 আখলাকুল আম্বিয়া সোহাগ ছাড়াও , কমিউনিটি পুলিশিং সেক্রেটারী জামাল মিয়া , সাংবাদিক তানভীর আহমদ জাকির সহ শালিশ ব্যক্তিত্ব শাহ ফারুক মিয়া , শাহ বাহারুল হক, শাহ ইলিয়াছ মিয়া, শাহ হোছন আলী , হাবিবুল হক সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply