জগন্নাথপুর অফিস :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকিলয়া ইউনিয়নের তেলিকোণা গ্রামে সাদিয়া আক্তার নামের দেড় বছরের এক শিশু কন্যাকে পানিতে ফেলে হত্যা করেছে তারই আপন চাচী এমন অভিযোগ সাদিয়ার পিতার। খবর পেয়ে শুক্রবার ( ২১ আগষ্ট) বিকেলে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করেন এবং ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে নিহত শিশু সাদিয়ার চাচী পাবেল মিয়ার স্ত্রী সুবেনা বেগম(২০) কে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, আজ ভোরে লোক জনের চিৎকার শুনে হাওরে মাছ শিকারে থাকা জেলেরা তেলিকোনা (নতুনপাড়া ) গ্রামের রুমেন মিয়ার বাড়িতে গেলে জানতে পারে তার ভাই পাভেল মিয়ার স্ত্রী সুবেনা বেগম রুমেন মিয়ার ১৮ মাস বয়সের শিশু কন্যা সাদিয় কে বাড়ির নিকটবর্তী ডোবায় ফেলে দেয় । জেলেরা অনেক খোজা-খুঁজি করে সাদিয়ার বেগমের মৃত দেহ ডোবা থেকে উদ্ধার করে। নিহত সাদিয়ার পিতা রুমেন মিয়া জানান, তেলিকোনা গ্রামের মঈন উদ্দিনের মেয়ে সুবেনা বেগম ২৭ রমজান আমার ভাই পাভেল মিয়ার সাথে পালিয়ে এসে আমার ভাইকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে।আমরা এই বিয়েতে রাজি ছিলাম না । আমাদের পরিবার অসহায় আর সুবেনার স্বজনেরা প্রভাবশালী পরবর্তীতে সুবেনা বেগমের স্বজনদের চাপে আমরা বিয়েতে রাজি হই। প্রথমে বিয়েতে রাজি নাওয়ার জের ধরে আমার শিশু কন্যা সাদিয়া কে সুবেনা পানিতে ফেলে হত্যা করেছে। আমার মেয়েকে ঘর থেকে নিয়ে যাওয়ার সময় আমার চার বছরের শিশু পুত্র ফাহিম হাসান দেখেছে এবং পানিতে ফেলে দেওয়ার সময় লোকজন দেখেছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছি । এবং সুবেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
Leave a Reply