আন্তর্জাতিক ডেস্ক :: অ’বৈধ রাষ্ট্র ইস’রাইলের সঙ্গে আরব আমিরাতের চুক্তির ফলে মু’সলিম দেশগুলোর মধ্যে দ্বিধাভক্তি সৃষ্টি হচ্ছে। মু’সলিম বিশ্বের এ দ্বিধাবিভক্তি যু’দ্ধের দিকে নিয়ে যেতে পারে।এছাড়া এ চুক্তির মাধ্যমে ফিলি’স্তিনিদের সঙ্গে বিশ্বা’স ঘা’তকতা করা হয়েছে। তাই অবিলম্বে এ চুক্তি বাতিল করতে হবে।শনিবার ইস’রাইল এবং সংযু’ক্ত আরব আমিরাতের মধ্যে চুক্তি বাতিলের দাবিতে বি’ক্ষোভ সমাবেশে এসব কথা বলেন ইস’লামী আ’ন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্ম’দ ফয়জুল করীম।রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে সংগঠনটির ঢাকা মহানগর আয়োজিত বি’ক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অ’তিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ চুক্তি মু’সলিম দেশগুলোতে অশান্তির আ’গুন জ্বালিয়ে দিবে মন্তব্য করে ফয়জুল করীম বলেন, কয়েকটি আরব দেশ নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে আল্লাহর দুশমনদের সঙ্গে চুক্তি করছে।
Leave a Reply