তাওহিদুল হক :: জগন্নাথপুর পৌর শহরের যাত্রা পাশা ও পশ্চিম ভবানিপুর গ্রামে আজ ( ২২ আগষ্ট) শনিবার সকালে শিয়ালের কামড়ে শিশু সহ ১০জন আহত হয়েছেন। আহতরা হলেন যাত্রা পাশা গ্রামের নিত্তানন্দ গোপের ছেলে মুক্তিযোদ্ধা নিশি কান্ত গোপ, পশ্চিম ভবানি পুর গ্রামের হবিব মিয়ার মেয়ে লুবনা বেগম, ফাহিম আহমদ, মিজানুর রহমানের ছেলে রবি আহমদ, আপ্তাব আলীর ছেলে নাইম আহমদ, ইয়াজ উল্লাহ’র মেয়ে রোজিনা বেগম, আকলুছ মিয়ার মেয়ে রাকি ও লেচু বেগম। জগন্নাথপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলার দীপক গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
Leave a Reply