সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বৈষবেড় গ্রামের বন্যার্ত ১০০টি পরিবারের মধ্যে শনিবার বিকেলে ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক জয়শ্রী দেব বাবলী।
মোহনপুর ইউনিয়নের বৈষবেড় গ্রামের মুরুব্বি মোহাম্মদ রইছ উদ্দিনের বাড়ী প্রাঙ্গনে এই ত্রাণ বিতরণের আয়োজন করা হয়।
বন্যার্তদের মধ্যে ত্রাণ সহায়তা হিসেবে চিড়া, গুড়, আটা ,চিনি, সেমাই, নুডুলস,বিস্কুট,ওরস্যালাইন সহ বিভিন্ন রকমের শুকনো খাবার সামগ্রী প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ডা.মোহাম্মদ জসিম উদ্দিন, ডাক্তার ইফতেষার আহমদ জুয়েল, জাকারিয়া জামান তানভীর, মাহিদুল ইসলাম রাজিব, আব্দুর রইছ, কামরুল হাসান, তরিকুল হাসান ছায়েম প্রমুখ।
ত্রাণ বিতরণ শেষে বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক জয়শ্রী দেব বাবলী বলেন, সুনামগঞ্জে ৩দফা বন্যায় মানুষের অনেক ক্ষতি হয়েছে, তাই আমি নিজ উদ্যোগে সুনামগঞ্জের বিভিন্ন হাওর এলকায় ত্রাণ বিতরণ করছি এবং কোভিড-১৯ থেকে হাওর অঞ্চলের মানুষকে সুরক্ষিত রাখার লক্ষ্যে ত্রাণ বিতরণ পাশাপাশি মাস্কও বিতরণ করছি এবং পরবর্তীতেও আমি সাধ্য মতো হাওর অঞ্চলের মানুষের পাশে থাকার চেষ্টা করবো”।
Leave a Reply