সুনামগঞ্জ প্রতিনিধি:: র্দূযোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার অসহায় ও হতদরিদ্র ৩২৩টি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় পরিষদের হলরুমে ঐ সমস্ত অসহায় পরিবারগুলোর মধ্যে সোলার প্যানেল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু,সবুজ কান্তি দাস,উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মোঃ আবুল হোসেন,সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক যথীন্দ্র তালুকদার,যুবলীগ নেতা বকুল তালুকদার প্রমুখ।
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের অসহায় ও গরীবদের ভালবাসেন বলেই সবধরনের সাহার্য্য সহযোগিতা করে যাচ্ছেন। তিনি বলেন হাওরের পাড়ের জেলা সুনামগঞ্জের মানুষজনের কল্যাণে তিনি সকল প্রকার উন্নয়নের লক্ষ্যে সরকার প্রধান হিসেবে তার সহযোগিতার অংশ হিসেবে আলোকিত মানুষ গড়তেই সোলার প্যানেল দিয়ে প্রতিটি ঘর থেকে অন্ধকার দূরীকরণের মাধ্যমে আলোকিত ঘর করে যাচ্ছেন। দেশের প্রতিটি মানুষের জন্য খাদ্য,বাসস্থান সড়ক যোগাযোগ ব্যবস্থা সহ প্রতিটি মানুষের উন্নত জীবনের লক্ষ্যেই শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই সরকারের সাহার্য্য সহযোগিতা প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌছে দেয়াই হলো আমার উপজেলা পরিষদের দায়িত্ব বলে জানান।
Leave a Reply