দৈনিক দেশবাংলা ডেস্ক :: বৃদ্ধ দাদা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রুস্তম খানের মৃ’ত্যু হয়েছে। তাই ম’রদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা। তারই অংশ হিসেবে কবরের জন্য বাঁশ কাটতে যান নাতি জামাল খান। কিন্তু সেই বাঁশঝাড়ে থাকা বিষাক্তসা পের ছোবলে ম’র্মা’ন্তিক মৃ’ত্যু হয় হতভাগ্য এই নাতির ।
চাঁদপুরে হাজীগঞ্জ পৌরসভা’র ধেররা গ্রামে গত বুধবার মধ্যরাতে ম’র্মা’ন্তিক এই ঘটনা ঘটে।খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রুস্তম খান (৮০) গতকাল বুধবার বিকেলে বার্ধক্যজনিত কারণে মা’রা যান। তার মৃ’ত্যুর সংবাদে দুরে থাকা আত্মীয় স্বজন বাড়িতে ফিরতে শুরু করেন।
এরমধ্যেই মৃ’ত রুস্তম খানের নাতি পিকআপ ভ্যান চালক জামাল খান, দাদার দাফনের জন্য বাড়ির পাশে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। সেখানেই বিষাক্তসা পের ছোবলে আ’ক্রান্ত হন জামাল খান। এর আধাঘন্টা পরই মৃ’ত্যুর কোলে ঢলে পড়েন তিনি।এদিকে, বুধবার (৯ সেপ্টেম্বর) রাতেই দাদা রুস্তম খানকে দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দাফন সম্পন্ন হয় নাতি জামাল খানের।
এদিকে ছে’লে জামাল খানকে হারিয়ে তার বাবা মনু খান কা’ন্নাজ’ড়িত কণ্ঠে জানান, বৃদ্ধ বাবাকে হারিয়েছি তাতে ক’ষ্ট নেই। কিন্তু চোখের সামনে জলজ্যান্ত ছে’লেটাও এভাবে পরপারে চলে গেলো। এই বলে আবারও কা’ন্নায় ভেঙে পড়েন তিনি।
অন্যদিকে হাজীগঞ্জ পৌরসভা’র মেয়র মাহবুব উল আলম লিপন এমন ম’র্মা’ন্তিক মৃ’ত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।
ঘটনা স’ম্পর্কে সময় সংবাদকে তিনি জানান, স্কুল শিক্ষক রুস্তম খান প্রবীণ ব্যক্তি ছিলেন। তার মৃ’ত্যু স্বাভাবিক হলেও নাতি জামাল খানের মৃ’ত্যু গোটা পরিবারকে শোকাহত করেছে।মেয়র এই জন্য তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে পরিবারটিকে হাজীগঞ্জ পৌরসভা’র পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বা’স দেন।
Leave a Reply