যুক্তরাজ্যে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আন্তর্জাতিক কমিটি গঠন।
আপডেটের সময় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
৩৫০
দেখাহয়েছে
সুনামগঞ্জ প্রথিনিধি:: সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ আর্ত মানবতার সেবায় নিয়োজিত থেকে দেশের প্রতিটি জেলায় প্রত্যান্ত অঞ্চলে অসহায় খেটে খাওয়া মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষে নিরলসভাবে সু- নামের সহিত কাজ করে আসছে। সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দেশের বাহিরে আন্তর্জাতিক পর্যায় বাংলাদেশী প্রবাসীদের সকল প্রকার সমস্য সমাধানের জন্য বাংলাদেশী প্রবাসীদের মধ্যে সচ্ছল সু- শিক্ষায় শিক্ষিত ব্যাক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করে ক্ষতি গ্রহস্থ, সুবিধা বঞ্চিত প্রবাসিদের জীবন মান উন্নয়নের লক্ষে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের দুতাবাসের সহযোগীতায় বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগকে অবগত করে ক্ষতি গ্রহস্থ ব্যক্তিদের সমস্যা সমাধান করে আসছে তারই ধারা বাহিকতায় সার্চ হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ সদর দপ্তর কর্তৃক অদ্য ০৯.০৯.২০২০ ইং তারিখ রোজ বুধবার বিকাল ৩.০০ ঘটিকার সময় এক জরুরী সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান রেজাউল ইসলাম রেজা নথী পত্র যাচাই বাছাই করে উপস্থিত সবার সম্মতিক্রমে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশী প্রবাসি Bipasha Jannat ( Sapna) Birmingham UK কে সভাপতি এবং Fardushara Pakhi – Dagenham UK কে সাধারন সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হলো।
Leave a Reply