সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় প্রান্তিক ও অসহায় কৃষকদের মাঝে কৃষি উপকরন ও ত্রান সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার ৫ টি ইউনিয়নের প্রায় দুই শতাধিক কৃষক, কৃষানী ও দুস্থদের মাঝে ধানের বীজ, ওরস্যালাইন,নাপা এক্্রট্রা, জিংক ট্যাবলেট, সিভিট, সার্জিক্যাল মাস্ক, সাবান, চাল, ডাল, তেলসহ বিভিন্ন ধরনের পণ্য বিতরন করা হয়। প্রান্তিক কৃষকদের মাঝে এসব উপকরন ও ত্রান সামগ্রী তুলে দেন ১১ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ৬১ বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুব হাসান চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস।
Leave a Reply