এনামুল কবির (মুন্না): দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের আব্দুন নুর হত্যা মামলায় আরো ৩ আসামিকে গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই সজীব দত্তের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে একই ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের হারীছ আলীর পুত্র ইব্রাহীম আলী (৩৮) ও আশক আলী (৪০) এবং আশক আলীর পুত্র আব্দুর রহমান (১৯),কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২ জুন সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক দারুল কোরআন আলিম মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আব্দুন নুর মাদ্রাসার নতুন ভবনের নিমার্ণসামগ্রী সরবরাহকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে খুন হন তিনি। এ ঘটনায় নিহতের পুত্র জুয়েল আহমদ বাদী হয়ে প্রতিপক্ষ একই গ্রামের রবিউল হকের পুত্র মর্তুজ আলীকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply