বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরে একটি কলোনিতে পারিবারিক বিরোধে স্বামীর হাতে স্ত্রী নিহত হয়েছে। সোমবার রাতে উপজেলার পৌর শহরের মাদ্রাসা পয়েন্ট এলাকার কলোনিতে এ হত্যাকাণ্ড ঘটে। পলিশ ও স্থানীয়রা জানান সোমবার সন্ধ্যা রাতে রাজু মিয়া তার স্ত্রীরর সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে রাজু উত্তেজিত হয়ে স্ত্রী আছিয়াকে মাথা ও শরিলের ভিবিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এ ঘটনায় ঘাতক স্বামী রিকশা চালক রাজু মিয়াকে (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আঘাত স্বামী রাজু বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালী গ্রামের আলফাজ মিয়ার ছেলে। তারা দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলায় ভাড়া বাসায় বসবাস করে আসছে ।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পারিবারিক কলহের জেরেই স্বামী তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই স্ত্রী মারা যান। স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply