সজিব রশিদ চৌধুরী::
দিরাই থেকে: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার চৌধুরী আব্দুল্লাহ আল মামু।
২১ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ(এনএসসি) প্রজ্ঞাপন জারি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন কে সভাপতি মনোনীত করা হয়েছে।
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন তিনি।
পরে সোমবার বিকেলেই বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ অফিসে কার্যনির্বাহী পরিষদের সভায় তিনি কাবাডির উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, আমরা চাই দেশের সকল জেলায় কাবাডি নতুন করে জেগে উঠুক। সে লক্ষ্যে আমরা ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালাবো, প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়া হবে।
Leave a Reply