তাওহিদুল হক::
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের ওমান প্রবাসী জমাত আলীর ছেলে শাহপরান মডেল হাইস্কুলের ছাত্র ইমন মিয়া হত্যাকারী ঘাতক চালকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধ কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় জগন্নাথপুর-পাগলা-আউশকান্দি আঞ্চলিক সড়কের নাদামপুর পয়েন্ট এলাকায় দীর্ঘ লাইনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এলাকার বিশিষ্ট মুরব্বী হাজি আব্দুর রজ্জাকের সভাপতিত্বে ও শিক্ষক নোমান আহমদ সাদীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারী বশির আহমদ, শাহপরান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান সিরাজ, শিক্ষক রুহল আমীন, নিহত ইমনের চাচা শিক্ষক শের আলী, সমাজসেবক নুরুল হক, সিরাজ মিয়া, ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ, তরুন সমাজকর্মী নাসির উদ্দিন, মীর নান্নু বক্্র, শ্রমিক নেতা আজিজ মিয়া প্রমূখ। মানববন্ধন শেষে শাহ পরান মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা ঘাতক লেগুনা চালক হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মহা-সড়কে বিক্ষোভ মিছিল করে। উল্লেখ্য, গত শুক্রবার ইমান মিয়া জগন্নাথপুর বাজার থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়ি নাদামপুর গ্রামে যাওয়ার পথে পৌর শহরের মমিনপুর নামকস্থানে পৌছা মাত্র পেছনে থাকা নাম্বারবিহীন একটি লেগুনা তার বাইসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পর গাড়ি চালক পালিয়ে যায়।
Leave a Reply