মনজুর আহমদ গোয়াইনঘাট থেকেঃ
পুনরায় শ্রেষ্ঠ কাজির সম্মাননা পেয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের নিকাহ রেজিস্টার (কাজি) মাওঃ আখলাকুল আম্বিয়া।
৬ অক্টোবর মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স মিলনায়তনে ‘স্বাধীনতা স্মৃতি পরিষদ’ ও আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন’ এর যৌথ উদ্যোগে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা আখলাকুল আম্বিয়াকে এই শ্রেষ্ট সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর উপদেষ্টা আলহাজ্ব মোঃ ছফির উল্যাহ শিকদার এর সভাপতিত্বে ও এম এইচ আরমান চৌঃ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান শাহ আলম চুন্নু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আযাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. মোঃ জাকারিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বার্তাপ্রেরক,
মনজুর আহমদ, গোয়াইনঘাট, ৬ অক্টোবর, মঙ্গলবার।
Leave a Reply